আদিম মানুষ যাযাবর ছিল—নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ।
Answers
Answered by
8
আদিম মানুষ যাযাবর ছিল, এর স্বপক্ষে যুক্তি হলো -
- আদিম মানুষ সম্পর্কিত ঐতিহাসিক খননকার্যের মাধ্যমে আমরা যে সকল জিনিসপত্র পেয়েছি তার মধ্যে স্থায়ী বসতি পাওয়া যায়নি। এর একমাত্র উপসংহার হল যে আদিম মানুষেরা যাযাবর ছিল এবং তাদের স্থায়ী বসতি ছিল না।
- আদিম মানুষেরা বিভিন্ন গুহাকে তাদের বাসস্থান হিসেবে ব্যবহার করতো এখন ঋতু পরিবর্তন, অন্যান্য পরিবেশের পরিবর্তনের সাথে সাথে গুহা পরিবর্তন করতে হতো স্বাভাবিক কারণেই। ফলে তাদের যাযাবর প্রকৃতির পেছনে যুক্তি পাওয়া যায়।
- আদিম মানুষ চাষবাস আবিষ্কারের আগে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল ছিল খাদ্যের জন্য কিন্তু যখন একটি স্থানে খাদ্য ও শেষ হয়ে যেত তখন তাদের সেই স্থান পরিত্যাগ করে অন্য খাদ্য সম্পূর্ণ স্থানে গমন করত। এর ফলে খাদ্য সংগ্রহের তাগিদে তারা হয়ে পড়তো যাযাবর।
Similar questions