Physics, asked by sabiralie90614, 7 months ago

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে।
একটি ইউক্যারিওটিক ক্রোমােজোমের অজ্ঞাসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে
(ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) নিউক্লিওলার অরগানাইজার (ঘ) টেলােমিয়ার
প্রাণীদের গমনের কারণগুলি কী কী ?‘ফ্লেক্সর ও একাটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী’—উপন
সাহায্যে ব্যাখ্যা করাে।
কোশচক্রের S দশাকে সংশ্লেষ দশা বলা হয়'—বাক্যটির যথার্থতা বিচার করে। DNA এবং RNA-এর
করে।
‘তাড্রেনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মােকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’-ব্যাখ্যা
ন্যাস্টিক চলনের পার্থক্য লেখাে।​

Answers

Answered by meghana1308
6

Hlo mate here is ur ans....

নিজস্ব প্রতিনিধি: সাজেশন একজন ছাত্র বা ছাত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। যা শুধু চিন্তা মুক্তি ঘটায় না এমনকী পড়ুয়ার মধ্যে আত্মবিশ্বাসও গড়ে তোলে। তাই প্রত্যেকেই একটা ভালো সাজেশন চায়। নিজেদের প্রস্তুতি নেবার জন্য বা আরও ভাল করে Prepare করার জন্য। আমরা এবার মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষার সাজেশন দিচ্ছি।

আরও পড়ুন মাধ্যমিকের জন্য এক মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

আগের বছরের প্রশ্ন পত্রের নমুনা এবং তার Pattern খুবই গুরুত্বপূর্ণ। সেগুলিও ছাত্রদের খুব ভালভাবে অনুসরণ করতে হবে। এই সাজেশনটি বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা Prepare করা হয়েছে। তবে সাজেশন হল একটা সম্ভাবনা যেখানে নিশ্চয়তার এবং সম্ভাবনা কাজ করে ৫০ শতাংশ। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই তাদের Textbook ভালো করে ফলো করতে হবে এবং প্রত্যেকটি বিষয়ের উপর স্পষ্ট ধারণা থাকতে হবে।..

❤️❤️Hope this helps u dear❤️❤️

✌️Pls Mark as brainliest✌️

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Similar questions