যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া -কবি কাদের কেন এই পরামর্শ দিয়েছেন ? কবিতার নামকরণের সঙ্গে উদধ্তিটি কীভাবে সম্পর্ক যুক্ত?
Answers
Answered by
40
Answer:
কবি বিদেশ-বিভুঁইয়ে থাকা বঙ্গবাসীদের এই পরামর্শ দিয়েছেন, যাতে তাদের বঙ্গভূমির গ্রাম্য পরিবেশের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় থাকে।
উঠানের লাউমাচা এখানে এক বিশেষ পরিবেশের প্রতীক; যে পরিবেশ "আবহমান " কাল ধরে প্রায় একইরকম থাকে। এই পরিবেশ থেকে কেউ বেরিয়ে বিদেশে অথবা শহরে গেলেও, তার মনের কোনে থেকে যায় এক অমোঘ টান। কবি এদের এই চিরন্তন টানকে আরও একটু উস্কে দেওয়ার জন্যে এই পংক্তিটি লিখেছেন।
Similar questions