Physics, asked by samratsaidur90, 7 months ago

কোন রাশির একক বলতে কি বুঝায়​

Answers

Answered by Anonymous
4

কোন রাশির এককের সংজ্ঞা হলো নিম্নরুপ -

  • একক হলো কোনকিছুর পরিমাপের এক পূর্ব নির্ধারিত মান, যার উপর ভিত্তি করে আমরা সেই ধরনের পরিমাপ বেশি বা কম সাংখ্যমানে নির্ণয় করতে পারি।
  • গণিত এবং পদার্থবিজ্ঞানে এইসকল এককের গুরুত্ব অপরিসীম।
  • উদাহরণ হিসাবে আমরা বলতে পারি -

১) দৈর্ঘ্যের একক হলো কিলোমিটার,মিটার,আলোকবর্ষ ইত্যাদি।

২) সময়ের একক হলো ঘন্টা,মিনিট,সেকেন্ড ইত্যাদি।

৩) ওজনের একক হলো গ্রাম,মিলিগ্রাম,কিলোগ্রাম ইত্যাদি।

এবং আরও অন্যান্য।

Similar questions