English, asked by ss8130622, 8 months ago

নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সাথে মূলতঃ ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো​

Answers

Answered by mk4971957
8

Answer:

নদীর উচ্চ গতিতে নদী মূলত ক্ষয় কাজ করে কারণ এই গতিতে নদীর বেশি থাকে।

নদীর মধ্যগতি দেবে একটু কম থাকায় নদীর ক্ষয় কাজ করতে পারে না এই সময়ে নদী মূলত পরিবহন সঞ্চয় কাজ করে।

নদীর শেষ গতি হল নিম্নগতি যেখানে নদীর বেগ একদমই কমে যায় তাই নদী এই সময় শুধুমাত্র সঞ্চয় কাজ করে।

এর অর্থ নদী তিনটে গতির ফলে যে কাজগুলি সংঘটিত হয় তা মূলত নদীতে উপস্থিত নুড়ি - বালির ও নদীর বেগের উপর নির্ভর করে

mark as brainliest

follow me

Similar questions