India Languages, asked by sm7705022, 9 months ago

২.৪ সম্বন্ধপদকে কারক বলা যায় কিনা কারণসহ লেখাে।​

Answers

Answered by SukantaPhoenix
56

Answer:

ক্রিয়া পদের সাথে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে সম্বন্ধ পদ বলে।

যেমন :

রামের ভাই বাড়ি যাবে।

এখানে 'রামের' সঙ্গে 'ভাই' - এর সম্পর্ক আছে। কিন্তু 'যাবে' ক্রিয়ার সাথে কোনো সম্বন্ধ নেই। যেহেতু ক্রিয়া পদের সাথে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধ পদকে কারক বলা যায় না।

Similar questions