India Languages, asked by skr32416, 6 months ago

‘উঠন্তি মুলাে পত্তনে চেনা যায় - প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করাে। "​

Answers

Answered by Anonymous
43

অত্যাধিক অলস শ্যাম যথারীতি তার বার্ষিক পরীক্ষায় ফেল করেছে,তাই তো কথায় বলে উঠন্তি মুলো পত্তনে চেনা যায়

  • প্রশ্নে প্রদত্ত প্রবাদটি একটি অতি বিখ্যাত বাংলা প্রবাদ।এই প্রবাদের ভাবার্থ তার শাব্দিকঅর্থের থেকে সম্পূর্ণরূপে ভিন্ন।
  • এই প্রবাদের দ্বারা বোঝানো হয় যে, বর্তমান কালের বিভিন্ন ঘটনাবলী দ্বারা সহজেই ভবিষ্যৎ কালের আভাস পাওয়া যায়।
  • রচিত বাক্যে, শ্যামের অধিক অলসতাই বক্তাকে শ্যামের অসফলতার ভবিষ্যত আভাস দিয়েছিলো এবং তা ফলেও গেছে।
  • ভবিষ্যত আভাসের সার্থকতাকে প্রকাশ করার জন্য এই প্রবাদটি বক্তা বাক্যে ব্যবহার করেছেন।
Similar questions