Physics, asked by bapic910, 9 months ago

বিশেষ পরীক্ষা থেকে রাদারফর্ড পরমাণু গঠন সমন্ধে কি কি সিদ্ধান্ত উপনীত ​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

বিজ্ঞানী রাদারফোর্ড একটি স্বর্ণের পাতের উপর(যেখানে আছে কোটি কোটি স্বর্ণের পরমাণু) উচ্চগতির α-কণা(একধরনের দ্বিধনাত্মক আয়ন,আলফা কণা) নিক্ষেপ করেছিলেন।

আমরা জানি, পরমাণুতে ঋণাত্মক চার্জবিশিষ্ট ইলেনট্রণ,ধনাত্মক চার্জবিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে।। ফলে,α-কণা নিক্ষেপের ফলে দেখা গেলো,

1) ৯৯% আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে গেল।(কারণ,ইলেকট্রনের ভর α-কণার ভরের তুলনায় অতি নগন্য। ইলেকট্রন আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না।)

2) কয়েকটি আলফা কণা গতি পথের দিক পরিবর্তন করে।

3) খুব কমসংখ্যক আলফা কণা(২০ হাজারের মধ্যে ১টি) সোজা বিপরীত দিকে ফিরে আসে।(কারণ, α-কণার ভর,নিউক্লিয়াসের ভরের তুলনায় অতি নগন্য।ফলে নিউক্লিয়াস α-কণাকে বিকর্ষণ করে।)

যেহেতু, বেশিরভাগ α-কণাই স্বর্ণের পাত ভেদ করে চলে যায় এবং কমসংখ্যক α-কণা বিপরীত দিকে ফিরে আসে।তাই, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা থাকে।

Attachments:
Similar questions