Science, asked by asika3712, 9 months ago

মানবদেহে তিনটি বড় হাড়ের নাম লেখ সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখ​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
14

Answer:

১) ফিমার, ২) টিবিয়া, ৩) ফিবুলা

Explanation:

১) ফিমার

মানবদেহের সবচেয়ে বড় হাড়। ঊর্ধ্ব পা এর অস্থিকেই ফিমার বলা হয়।ফিমার আমাদের ঊরুর অস্থি। দুই পায়ে দুইটি ফিমার থাকে। ফিমারের দৈর্ঘ্য গড়ে ১৯.৯ ইঞ্চি।

২) টিবিয়া

২য় বৃহত্তম হাড়ের নাম টিবিয়া। এটি আমাদের নিম্ন পা এর অস্থি। অবস্থান ফিমারের নিচে। নিচের পায়ে শরীরের দিকে টিবিয়া অবস্থিত। দুই পায়ে দুইটি টিবিয়া থাকে। এর গড় দৈর্ঘ্য ১৬.৯ ইঞ্চি।

৩) ফিবুলা

৩য় বৃহত্তম হাড়ের নাম ফিবুলা। এটিও আমাদের নিম্ন পা এর অস্থি। হিউমেরাসের নিচে টিবিয়ার পাশেই এর অবস্থান।নিচের পায়ে শরীরের বাইয়ের দিকে ফিবুলা পাওয়া যাবে। দুই পায়ে দুইটি ফিবুলা থাকে। এর গড় দৈর্ঘ্য ১৫.৯ ইঞ্চি।

Similar questions