Social Sciences, asked by pappu4321, 8 months ago

রোজ চাউমিন, এগরোল,বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কী কী ক্ষতি হতে পারে

Answers

Answered by pulakmath007
79

সমাধান :

জানতে হবে :

রোজ চাউমিন, এগরোল,বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কী কী ক্ষতি হতে পারে

উত্তর :

ফাস্ট ফুড খেতে বেশ সুস্বাদু হলেও এটি আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর

ক্ষতিকারক দিকসমূহ :

  • আমাদের মস্তিষ্কের ওপর এর ক্ষতিকর প্রভাব অনেক বেশি। ফাস্টফুডের অনেক মারাত্মক প্রভাব রয়েছে যা সৃষ্টি করে বিষণ্ণতা ও উদ্বেগ। এটি ধীরে ধীরে নষ্ট করে দেয় চিন্তা করার ক্ষমতা, স্মৃতিশক্তি, শেখার ইচ্ছা।

  • ফাস্টফুড জাতীয় খাবারে সিজনিংয়ের জন্য ব্যবহার করা হয় মনোসোডিয়াম গ্লুটামেট যা ক্যান্সার, টিউমার, নিউরোলজিক্যাল ডিজঅর্ডারের জন্য দায়ী।

  • লিভার থেকে ত্বক, প্রায় সব ধরনের শারীরিক অসুস্থতার পিছনে কোনও না কোনও ভাবে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডকে দায়ী করা হয়।

  • জাঙ্ক ফুডে বা ফাস্ট ফুডে আয়রনের অভাব থাকে। ফলে এ রকম খাবার মস্তিষ্কের বিকাশে কোনও সাহায্য করে না বরং সেই প্রক্রিয়াকে থমকে দেয়।

  • ফাস্ট ফুডে প্রচুর পরিমানে ফ্যাট এবং শর্করা থাকে। যা পড়াশোনা, কোনও কিছু শেখা বা বোঝার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে।

তাই আমাদের উচিৎ রোজ চাউমিন , এগরোল , বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার না খাওয়া

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে

https://brainly.in/question/20090070

Answered by saimakhatun032111
4

Answer:

প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে

Similar questions
Math, 4 months ago