Geography, asked by opochi88, 9 months ago

পর্যায়ন বলতে কী বোঝো​

Answers

Answered by barkinkar
2

বিভিন্ন বহির্জাত প্রক্রিয়াসমূহের দ্বারা সঞ্চয় ও ক্ষয় কার্যের মাধ্যমে আরোহন, অবরোহন ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমি ভাগের যে সমতা ফিরে আসে তাকে পর্যায়ন বলে।

আরও তথ্য :

  • পর্যায়ন কথাটি এসেছে গ্রেড (Grade) শব্দ থেকে, যার বাংলা অর্থ পর্যায় বা ক্রম

  • এখানে বহির্জাত বলতে বোঝানো হয়েছে বৃষ্টিপাত, তুষারপাত, সূর্যতাপ, নদীর স্রোত প্রভৃতিকে।

  • অর্থাৎ বৃষ্টিপাত তুষারপাত সূর্যতাপ প্রভৃতি বহির্জাত প্রক্রিয়া গুলির মাধ্যমে যখন কোন ভূমির উঁচু অবস্থা থেকে ক্ষয় কার্যের ফলে এবং নিচু ভূমির সঞ্চয় কার্যের ফলে সমতা ফিরে আসে বা সামঞ্জস্যবিধান হয়, তাকে এককথায় পর্যায়ন বলে।

#SPJ3

Similar questions