৩.২ “আমরা ভিখারি বারাে মাস” – এই উপলব্ধির মর্মার্থ লেখাে।
Answers
Answered by
96
_________^❤^_________
৩.২)আমরা ভিখারি বারো মাস"- এই উপলব্ধির মর্মার্থ লেখো ।
উত্তর :- উক্ত অংশটি কবি শঙ্খ ঘােষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত হয়েছে। দীর্ঘকালীন শোষণ-নিপীড়ন, বন্যার ফলে সাধারণ মানুষ আশ্রম এবং জীবিকা হারিয়ে চির ভিখারিতে পরিনত হযেছে, এর মধ্যে সাম্রাজ্য বাণী , লােভী কিছু মানুষ হিংসার উৎসবে মেতে ওঠে-- মেতে ওঠে যুদ্ধের উন্মাদনায়। ফলে জনসাধারণের জীবন জীবিকা বিপর্যন্ত হয়ে পড়ে। তাদের নেই কোন ইতিহাস কিংবা আছে শুধু বঞ্জনার ইতিহাস তাই তারা নিজেদের ভিখারি বলে মনে করেছে ।
_________^❤^_________
❤Hope it's help☺☺
Answered by
8
Answer:
give me thanks.
make me brainliest.
Attachments:
Similar questions