Geography, asked by jtudu1415, 7 months ago

তােমার প্রিয় ঋতর নাম ও ঋতুটির দুটি বৈশিষ্ট্য লেখাে।​

Answers

Answered by Anonymous
2

পছন্দের ঋতুটা বলতে লজ্জা করছে। সবাই আমাকে ছি ছি করবে। কিন্তু আমি বলব। কেউ আমারে দাবাইয়া রাখতে পারবা না।

আসলে কি জানো আমি মনে হয় কোনদিন ছয় খানা ঋতু ভাল করে উপভোগই করিনি। শিলচরে কপাল ভাল থাকলে কোন কোন বছর সব ঋতুই পেয়েছি ঠিকই কিন্তু বেশীরভাগ সময়ই সব ঋতুর সাথে একখান বৃষ্টি লেজে বাঁধা থাকতো। যেই না শরৎ এলো..কাশফুল দেখা দিল..পুজো পুজো গন্ধ এলো..ব্যাস সাথে সাথে বর্ষা দিদিমণি চলে এলেন পোদ্দারি করতে। সব কাশফুল বৃষ্টির প্রকোপে শুয়ে পড়লো। হেমন্ত বসন্তরাও উঁকি দিতে না দিতেই বর্ষাদি আবার চলে এলেন। আর আষাঢ় শ্রাবণ তো ওনারই কাল তাই তখন মনের সুখে উনি ঝরতে থাকেন, ঝরতে থাকেন, ঝরতেই থাকেন যতক্ষণ না লোকের হাতে পায়ে হাজা হয়ে যাচ্ছে। তাই বর্ষা দেখলেই আমার পিত্তি জ্বলতো।

এখন আমি যেখানে থাকি সেখানে গ্রীষ্ম আর শীত ছাড়া বাকী ঋতুগুলো খুব কম ধরতে পারি। এপ্রিল মাস থেকে যে গরম শুরু হলো সেএএএএই অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম দিকে গিয়ে শেষ হবে। নভেম্বর মাসের কিছুদিন একটু শান্তি তারপরই শুরু হবে হাড় কাঁপানো শীত। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারী শীতে আধমরা হয়ে মার্চে একটু আরাম করতে না করতেই চলে এলো আবার গরম। সেই গরমও কি গরম কি গরম বাবা রে বাবা। এরমাঝে বর্ষাদেবী ফিচিক ফিচিক করে দু চারদিন জল স্প্রে করলেন ..হয়ে গেল বর্ষাকাল। শরৎ হেমন্ত বসন্ত বোঝার আগেই শেষ ।

তাই শীত আর গ্রীষ্মের মধ্যে আমার ভাল লাগে গ্রীষ্ম কালকেই। একটা লম্বা কাল। তোমাকে টের পাইয়ে ছাড়বে। বাবাগো মাগো করিয়ে ছাড়বে। কি দাপট !

গরমকালে অনেক কষ্ট । কাঠফাটা রোদ , ঘাম, লু। কিন্তু যাই বলো গরমকালে একটা বেশ হৈচৈ আছে। চারিদিকে শব্দ..একটা প্রাণ আছে। লোকজন এক জায়গায় বসে থাকতে পারে না। এই ঠান্ডা জল খাচ্ছে, এই পাখার নীচে বসছে, তিন চারবার স্নান করে ফেলছে, হা হুতাশ করছে। বেশ একটা জমজমাট ব্যাপার । গরম তোমাকে পরোক্ষ ভাবে লাগাতার এক্সারসাইজ করিয়ে যাচ্ছে কিন্তু সেটা খেয়াল রেখো। ক্যালরি লস হচ্ছে ধুমাধুম। খাওয়া দাওয়াও তেমন করা যায় না ( ওজন একটু কমে )। শুধু হালকা খাবার, পাতলা ঝোল, দই, ঘোল , প্রচুর জল, লেবুর শরবত খেয়ে যাও। এসবও তো খাওয়া দরকার সবার। গরমকাল না থাকলে এই স্বাস্থ্যকর খাবারগুলো কখন খাবে ? সারা বছর ঘি মশলাযুক্ত খাবার খেলে চলবে ?

বাইরে থেকে গরমে লাল হয়ে ফিরে ঠান্ডা এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে যখন আআআহ্ বলি তখন যাই বল না কেন মজা এসে যায়। তারপর যখন স্নান করে পাখার তলায় বসি ..জাস্ট অসাধারণ লাগে। দ্যাখো, দুঃখ না পেলে সুখকে তুমি তেমন ভাবে অনুভব করতে পারবে না। এই যে গরম কালে তুমি স্নান করে বেরোলে ..সেই মুহূর্তের সুখানুভূতি কিন্তু রেয়ার। এই আরামটা গরমকালই শুধু তোমাকে দিতে পারবে। গরমকালে আরেকটা ব্যাপার আমার ভাল লাগে। সন্ধ্যে থেকে রাত অব্দি রাস্তাঘাটে মানুষ দেখা যায়। বাড়ীর সামনে বসে লোকজন আড্ডা দিচ্ছে..ডিনার করে কেউ হাঁটতে বেরিয়েছে, বাড়ীর জানালা দরজা সব খোলা, টিভি চলছে , ফ্যানের পনপন আওয়াজ, এসির ঘরঘর আওয়াজ , কেউ আইসক্রিম খাচ্ছে , নাইট শো দেখে ফিরছে..বেশ একটা খোলা খোলা ব্যাপার। শীতকালের মতো জুবুথুবু হয়ে কেউ বসে থাকে না।

তাই আই লাআআআভ সামার।

Hi all of you ..I'm sis of Janatk0218

Answered by shreyadasmalda2007
3

Answer:

আমার প্রিয় ঋতুর নাম হল শীত কাল। এই সময় মানুষ আনন্দে পিকনিক করে এবং মানুষ গরমে আর কসটো পায় না

Explanation:

আশা করি আমি তো্মাকে এক টু হলেও সাহায্য করতে পেরেছি, যদি এটা না ভালো লাগে তাহলে আমি আন্নো আরেকটা উত্তর বলে দিব

Similar questions