History, asked by samparoy1703, 9 months ago

| বিপিনচন্দ্র পাল লিখেছেন-
(ক) জীবনস্মৃতি খ) আনন্দমঠ
গ) এ নেশন ইন মেকিং (ঘ) সত্তর বৎসর
প্রতিটি প্রশ্নের মান
১​

Answers

Answered by prodipmixer120
0

Answer:

ক) জীবনস্মৃতি ওওওওওওওওওওওওওওওওওঝ

Answered by Anonymous
0

বিপিনচন্দ্র পাল লিখেছেন, সত্তর বৎসর।

প্রথমেই বলে রাখা দরকার যে "সত্তর বৎসর" গ্রন্থটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ।

আত্মজীবনীমূলক গ্রন্থ :

  • আত্মজীবনীমূলক গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে খুবই প্রচলিত। ইতিহাসের বহু বরেণ্য ব্যক্তিই নিজের বয়ানে নিজের জীবনী গ্রন্থ রচনা করেছেন।
  • অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যখন কোন বরেণ্য ব্যক্তির জীবনী অন্য কোন লেখক না লিখে যখন বরেণ্য ব্যক্তি তিনি নিজেই তা রচনা করেন, তখন সেটিকে আত্মজীবনীমূলক গ্রন্থ বলা হয়।

সত্তর বৎসর (গ্রন্থপরিচয়)

এইসকল আত্মজীবনীমূলক গ্রন্থের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ হল "সত্তর বৎসর"। এই গ্রন্থটি রচনা করেছেন প্রখ্যাত সমাজসংস্কারক ও বিপ্লবী (চরমপন্থী) বিপিনচন্দ্র পাল। এই গ্রন্থে লেখকের (বিপিনচন্দ্র পালের) জীবনের বিভিন্ন সময়ের যোগ্য ঘটনাবলী এবং তৎকালীন সমাজের ব্যাপারে বিভিন্ন তথ্য বর্ণিত রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বাকি গ্রন্থগুলির (যেগুলি কিনা ভুল বিকল্প) রচয়িতা হলেন, ১) জীবনস্মৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর, ২) আনন্দমঠ : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ৩) এ নেশন ইন মেকিং : সুরেন্দ্রনাথ ব্যানার্জি।

অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে বিপিনচন্দ্র পাল রচিত গ্রন্থের নাম সত্তর বৎসর

Similar questions