আমাদের গ্রাম কবিতা থেকে তিনটি যুক্তবর্ণ
Answers
Answer:
কবিতা থেকে তিনটি যুক্তবর্ণকবিতা তিনটি যুক্তবর্ণকবিতা থেকে তিনটি যুক্তবর্ণকবিতা থেকে তিনটি যুক্তবর্ণ
PLEASE MARK ME AS BRAINLIST
Answer:
যুক্তবর্ণ বলতে একাধিক ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বোঝানো হয়েছে। বাংলা লিখন পদ্ধতিতে যুক্তবর্ণের একটি বিশেষ স্থান আছে। এগুলি বেশির ভাগ ক্ষেত্রেই বর্ণগুলির চেয়ে দেখতে ভিন্ন। ফলে বুঝতে সমস্যা হওয়ার কারনে নতুন শিক্ষার্থীর যুক্তবর্ণ লেখা আয়ত্ত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়।
এখন,
আমাদের গ্রাম কবিতা-
আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পুব দিকে উঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে।
এখানে শুধুমাত্র একটি "ত্ম" যুক্তবর্ণ আছে|