Biology, asked by arjunmajumdar761163, 9 months ago

কোনো মৌলের মক্সো বা মাইক্সো-নিউটিয়েট শ্রেণিতে অন্তর্ভুক্তির দুই কারণ উললেখ করো।উদ্ভিদদেহে অপরিহার্য মৌলের যেকোনো তিনটি সাধারণ কাজ বাখা করো। class 9

Answers

Answered by janu519
0

Answer:

Explanation:

আজকে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান এর মডেল অ্যাক্টিভিস্ট আজকের পার্ট 3 এর উত্তর নিয়ে আলোচনা করবো যেখানে চারখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় সকল বিষয়েই মক টেস্ট নিয়ে এসেছি।নেভিগেশন বার থেকে এডুকেশন সেকশন এর মধ্যে মকটেস্ট রয়েছে। তাহলে শুরু করা যাক আজকের পর্ব।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 উত্তর

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. সালােকসংশ্লেষে জলের ভূমিকা উল্লেখ করো। পরিবেশে 02 - CO2 এর ভারসাম্য রক্ষায় সালােকসংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করাে।

উত্তর: সালোকসংশ্লেষে জলের ভূমিকা:

(i) জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটি অন্যতম কাঁচামাল।

(ii) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে।OH- আয়ন এর ইলেকট্রন ক্লোরোফিল অনুকে প্রদান করে।

(iii) সালোকসংশ্লেষের অন্ধকার দশা কার্বন-ডাই-অক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লিষ্ট হয়েই উৎপন্ন হয়।

(iv) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাতীয় পদার্থ পেজে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস জল।

Similar questions