Geography, asked by sarkarmukti08, 6 months ago

যেকোনাে পাঁচটি ক্ষেত্রে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণসহ লিপিবদ্ধ করে।​

Answers

Answered by shoumi
32

Answer:

আগ্নেয় শিলা ,পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার শিলা আমরা ব্যবহার করে থাকি। নিম্নের পাঁচটি ক্ষেত্রে এই তিন ধরনের শিলার ব্যবহার আলোচনা করা হলো।

ব্যাসল্ট শিলা (আগ্নেয় শিলা): রেললাইনে পাথর দেওয়া হয় সেগুলো ব্যাসল্ট শিলা। এছাড়া বাড়ি ঘর নির্মাণ করতে ব্যাসল্ট শিলা ব্যবহার করা হয়।

চুনাপাথর (পাললিক শিলা):সিমেন্ট তৈরিতে ও লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয়।

বেলে পাথর (পাললিক শিলা): প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বিভিন্ন রং এর হয় এই জন্য স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরে নির্মাণ করা হয় ।লালকেল্লা, উদয়গিরি ও খণ্ডগিরি মন্দির, খাজুরাহো মন্দির, জয়সলমীর এর সোনার কেল্লা বেলে পাথর নির্মিত ।

মার্বেল (রূপান্তরিত শিলা): চুনাপাথরের রূপান্তরিত রূপ। এ পাথর দেখতে খুব সুন্দর মসৃণ ও চকচকে বিভিন্ন রংয়ের হয় এবং নির্দিষ্ট করে খুব সুন্দর ভাবে কেটে নেওয়া যায় বলে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায়। আগ্রার তাজমহল মার্বেল পাথর নির্মিত।

স্লেট (রূপান্তরিত শিলা): কাদা পাথর রূপান্তরিত হয় সৃষ্টি হয় ।পাতলা পাতের আকারে হওয়ায় স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয়। এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরি এবং লেখার কাজে স্লেট ব্যবহার করা হয়।

Answered by ps8593914
15

Answer:

ati thik utter

amio aiti likh tam

Similar questions