History, asked by bauri2789, 6 months ago

৮. ‘উঠন্তি মুলাে পত্তনে চেনা যায়’ – প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করাে।​

Answers

Answered by Anonymous
0

রমাপদবাবুর ছেলেটি একদিন নিশ্চয়ই তার বাপের নাম উজ্জ্বল করবে, কথায় আছে না উঠন্তি মুলো পত্তনে চেনা যায়

  • উঠন্তি মুলো পত্তনে চেনা যায় এই প্রবাদটির আসল ভাবার্থ তার আক্ষরিক অর্থ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন।
  • এই প্রবাদটি সাধারণত বর্তমানের লক্ষণ দেখে আগাম ভবিষ্যতের ভালো অথবা মন্দ সম্বন্ধে মতামত দেওয়ার সময়ে ব্যবহার করা হয়ে থাকে।
  • এখানে রমাপদবাবুর ছেলেটির ভালো গুণাগুণ দেখে তাই সবাই একটি উজ্জ্বল ভবিষ্যতের মত দিয়েছে, সেইজন্যই উক্ত প্রবাদটিও ব্যবহার করা হয়েছে এখানে।
Similar questions