সোনালী চতুর্ভুজ কাকে বলে?
Answers
Answered by
0
ভারতের চারটি অন্যতম প্রধান শহর কলকাতা,মুম্বাই ,চেন্নাই এবং দিল্লিকে চারটি লেন বা সড়ক দ্বারা যুক্ত করা হয়,, এই চারটি সড়ক ভারতের মানচিত্রে একটি কাল্পনিক চতুর্ভুজের আকার ধারণ করে যা ভারতের 'সোনালী চতুর্ভূজ' নামে পরিচিত।
• এই সোনালি চতুর্ভূজ নির্মাণের প্রধান রূপকার ছিলেন স্বর্গীয় শ্রী অটল বিহারী বাজপাই, তার নেতৃত্বেই সোনালি চতুর্ভূজ গড়ে তোলা হয়েছিল।
• এই সোনালি চতুর্ভূজ নির্মাণের প্রধান কারণ ছিল জাতীয় স্তরে যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা , কারণ এই চারটি শহর ভারতের প্রধান চারটি প্রাণকেন্দ্র প্রাণকেন্দ্র
it may help you
Answered by
3
꧁༺ʜᴇʏᴀ ᴍᴀᴛᴇ༻꧂
সোনালী চতুর্ভুজ
ভারতের পূর্বে কলকাতা উত্তরের দিল্লি দক্ষিণ চেন্নাই ও পশ্চিমে মুম্বাই - এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরের বিশিষ্ট চার বা ছয় লেন বিশিষ্ট সড়ক পথ সোনালী চতুর্ভুজ বলা হয়।
- দৈর্ঘ্য: সোনালী চতুর্ভুজ এর মোট দৈর্ঘ্য 5896। মুম্বাই থেকে দিল্লি 1419 কিলোমিটার। দিল্লি থেকে কলকাতা 1453 কিলোমিটার। কলকাতা থেকে চেন্নাই 1684 কিলোমিটার। চেন্নাই থেকে মুম্বাই 1290 কিলোমিটার।
- প্রকল্প: হাজার 999 সালের 2 জানুয়ারি সোনালী চতুর্ভুজ এর প্রথম পরমাণু কর্মসূচি গ্রহণ করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। 2012 সালের 27 জানুয়ারি এই সড়ক পথ নির্মাণ শেষ হয়েছিল বা সম্পন্ন হয়েছিল।
- গুরুত্ব বা বিশেষত্ব: সড়কপথের কয়েকটি গুরুত্ব হলো- ১) ভারতের গুরুত্বপূর্ণ শহরের মধ্যে অতি দ্রুত পরিবহন কে সম্ভব করে তোলা।২) শিল্পের মধ্যে প্রসার ও কর্মসংস্থানের মধ্যে বৃত্তি ঘটানো। ৩) পণ্য পরিবহন ও যাত্রীদের পরিবহনের সহজ ব্যবস্থা করে তোলা।৪)কৃষকদের জন্য কৃষিজ ফসল গুলি শহর ও বন্দর গুলির মধ্যে সহজে পাঠানোর সুবিধা করানো এর ফলে ফসলের অপচয় কম হয়। ৫) সারা ভারতজুড়ে ট্রাক পরিবহন বৃদ্ধি পেয়েছে তাই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে।
Similar questions
Computer Science,
6 months ago
English,
6 months ago
Social Sciences,
6 months ago
Math,
11 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago
Music,
1 year ago