কোল রাজ্যে কোন ধরনের হস্তশিল্প বিখ্যাত ছিল ?
Answers
Answered by
1
please mark me as brain list
হাতের তৈরি শিল্পকেই সাধারনত হস্তশিল্প বলে। নিজে এবং পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে সাধারন কিছু উপকরন দিয়ে অনায়াসে বানিয়ে ফেলা যায় এসব পণ্য । কতিপয় হস্তশিল্প পণ্য রয়েছে যেগুলির কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। এসব বৈশিষ্ট্যের উৎস হচ্ছে একটি অঞ্চল বা দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বা কারুশিল্পীদের বিশেষ উৎপাদন কৌশল।[১]
Answered by
0
দক্ষিণ ভারতে রাজকীয় চোলাসের সময়কাল (খ্রিস্টীয় ৮৫০ খ্রিস্টাব্দ - ১২৫০ খ্রিস্টাব্দ) দ্রাবিড় শিল্প ও স্থাপত্যের ধারাবাহিক উন্নতি ও পরিমার্জনের এক যুগ ছিল। তারা দীর্ঘমেয়াদী পাথরের মন্দির এবং অতীব সুন্দর ব্রোঞ্জের ভাস্কর্য নির্মাণে তাদের বিস্তৃত বিজয়ের মাধ্যমে অর্জিত সম্পদকে প্রায় একচেটিয়াভাবে হিন্দু সাংস্কৃতিক বিন্যাসে কাজে লাগিয়েছিল।
Similar questions