কেরোসিন ও জলের মিশ্রন পৃথক করতে কি ব্যাবহার করা হয়
Answers
Explanation:
অপরিশোধিত তেল বা পেট্রলিয়াম (তরল সোনা) মূলত হাইড্রোকার্বন ও অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ। এদের মধ্যে কার্বন ও হাইড্রোজেন বিশেষ গুরুত্বপূর্ণ। অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য এর বিভিন্ন অংশকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়।পেট্রোলিয়ামে বিদ্যমান বিভিন্ন উপাদানের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়। স্ফুটনাংকের উপর ভিত্তি করে তেল পরিশোধনাগারে পৃথকীকৃত বিভিন্ন অংশের নাম পর্যায়ক্রমে পেট্রলিয়াম গ্যাস পেট্রোল (গ্যাসোলিন)ন্যাপথা কেরোসিন ডিজেল তেল লুব্রিকেটিং তেল ও বিটুমিন। মিথেন ও ন্যাপথেন এবং এ্যারোমেটিক ক্রমের তরল হাইড্রোকার্বনের রাসায়নিক মিশ্রণই হচ্ছে খনিজ তেল।ভূগর্ভ থেকে যে তরল জ্বালানি তোলা হয় তাকে পেট্রোলিয়াম বলে। পেট্রোলিয়াম নামকরন হয়েছে দুটি গিক শব্দ এবংথেকে।এই কারণে পেট্রোলিয়ামকে অনেক সময় " "বাও বলা হয়।আংশিক পাতন প্রক্রিয়ার অন্তর্গত বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।
Answer:
আংশিক পাতন
Explanation:
I think it help you
follow me and mark as brainaliest