India Languages, asked by utsabdas484, 6 months ago

এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।বুনো হাঁস গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও​

Answers

Answered by Anonymous
97

বুনোহাঁস গল্পের অনুসরণের শীতকালের বর্ণনা হলো নিম্নরুপ -

  • এখানে লীলা মজুমদার রচিত বুনোহাঁস গল্পের বর্ণিত শীতকালের কথা বলা হয়েছে।
  • গল্পে এক উত্তর থেকে দক্ষিনে গমনরত একদল বুনোহাঁসের মধ্যে একটি জখম বুনোহাঁস আর উড়তে না পেরে লাদাখের এক সেনাঘাটির কাছে পতিত হয়েছিলো।
  • সেই সেনাঘাটির সেনারা সেই আহত বুনোহাঁসটিকে সারা শীতকাল জুড়ে সেবা শুশ্রূষা করে ছাড়িয়ে তুলেছিল।
  • বুনোহাঁসটি সেনাদের মুরগী রাখার ফাঁকা জায়গায় থাকতো এবং সেনাদের খাবারের অবশিষ্ট খেয়ে ও সৈন্যদের পরিচর্যার জন্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল।
  • শেষে শীতের অন্তিমে এবং গ্রীষ্মের শুরুতে আহত বুনোহাঁসটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আবার উঠতে সক্ষম হয়েছিল।
  • এইভাবে সেই জখম বুনোহাঁসটিকে ঘিরে সৈন্যদের শীতকাল বেশ ভালো ভাবেই কেটে গেছিল।
Answered by zmd968265
33

এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল

নীচের পাহাড়ের বরফ গলতে শুরু করল।

আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল।

ন‍্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করল,

এবার দক্ষিণ থেকে উত্তরে।

দেশে ফিরে ওরা বাসা বাঁধবে,বাচ্চা তুলবে।

এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চরতে আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞচল হয়ে উঠত।

তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে

দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে।

জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এল।

Similar questions