মডেল অ্যাক্টিভিটি টাস্ক
গণিত
পঞ্চম শ্রেণি
নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :
৪২০ মিনিটে হয়,
(ক) ৭ ঘন্টা
(খ) ৬ ঘণ্টা
(গ) ৩ ঘণ্টা
শূন্যস্থান পূরণ করাে :
দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু.
নীচের প্রশ্নগুলি উত্তর দাও :
Answers
Answered by
2
প্রদত্ত প্রশ্নগুলির উত্তরগুলো হল নিম্নলিখিত -
প্রদত্ত,
মোট প্রদত্ত সময়ের পরিমাণ = ৪২০ মিনিট
নির্ণেয়,
মোট প্রদত্ত সময়কে ঘন্টার একক থেকে মিনিটের এককে রূপান্তরিত করা।
সমাধান,
এই অংকটি সমাধান করার জন্য আমাদের মনে রাখতে হবে যে,
১ ঘন্টা = ৬০ মিনিট
অথবা,
৬০ মিনিট = ১ ঘন্টা
১ মিনিট = ১/৬০ ঘন্টা
৪২০ মিনিট = ৪২০/৬০ = ৭ ঘন্টা
অতএব,ঘন্টার এককে প্রদত্ত সময়ের পরিমাণ ৭ ঘন্টা।
দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সেই সংখ্যা দুটির পরস্পরের গুণফলের সমান হয়।
Similar questions