Science, asked by paulkakuli545, 8 months ago

জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিয়োসিস এর ভূমিকা উল্লেখ করো​

Answers

Answered by ArryanSarkar
6

Answer:

Genetic variation is increased by meiosis

Because of recombination and independent assortment in meiosis, each gamete contains a different set of DNA. This produces a unique combination of genes in the resulting zygote. ... The result is 4 haploid daughter cells known as gametes

Answered by dipaprasadd123
42

2. জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিয়োসিসের ভূমিকা উল্লেখ করো ।

Ans. মিয়োসিস- I এর প্রোফেজ দশায় সমসংস্থ ক্রোমোজোম এর নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে সমতুল্য অংশের বিনিময় ঘটে এবং ক্রোমোজোমের নতুন অ্যালিল সমন্বয়ে গঠিত হয়। এই ঘটনাকে ক্রসিং ওভার বলা হয়।

ক্রসিং ওভার এর ফলে নতুন জিনগত পুনর্বিন্যাস ঘটে। এর ফলে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়।এই প্রকরণ জীবকে
অভিযোজনে সাহায্য করে এবং জীবের অভিব্যক্তি ঘটায়।
I hope it's helpful for you ❤️
thank you

Similar questions