৩. নিমন্ত্রণ বাড়িতে হঠাৎ বেশি মিষ্টিজাত খাদ্য খেয়ে ফেললে কোনাে ব্যক্তির বিপাক কীভাবে হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা কল্পনা করে লেখ
Answers
Answered by
11
Answer:
বন্ধুর বাসার দাওয়াতে গেছেন। টেবিল ভরা পায়েস, ফিরনি, মিষ্টি, কেক রাখা আছে। আড্ডার ফাকে ফাকে টপাটপ একের পর এক মিষ্টি মুখে নিয়েছেন। সেই সঙ্গে অন্য খাবারগুলো তো আছেই। খাওয়া শেষে মনে পড়লো গত মাসেই ডাক্তার মিষ্টি খাবার খেতে বারণ করেছিলেন। সেই সঙ্গে ওজনটাও বেড়েছে অনেক। এবার উপায়? অনেক সময় শখ করে কিংবা লোভে পড়ে অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া হয়ে যায়। একবারে বেশি মিষ্টি খাবার খেয়ে ফেলা একেবারেই উচিত নয়। আর যদি খেয়েই ফেলেন তাহলে কিছু উপায়ে রক্তের চিনির পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। জেনে নিন উপায়গুলো।
Explanation:
i hope you understand......
Similar questions