Geography, asked by 8158035776kalpanasr8, 9 months ago

পরিবেশ ও ভূগােল
সপ্তম শ্রেণি
র প্রশ্নগুলির উত্তর লেখাে :
পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করাে।
ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করাে।
বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করাে।
অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে?​

Answers

Answered by ÚɢʟʏÐᴜᴄᴋʟɪɴɢ1
39

_________________

__________________

✦ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করাে।

উত্তর: ভারতীয় প্রমাণ সময় (IST) হ'ল ভারতের প্রমাণ দ্রাঘিমা দ্বারা গণনা করা অভিন্ন সময়।

(i) ভারত একটি বৃহৎ দেশ প্রায় 30 ডিগ্রি পশ্চিমের রাজ্য থেকে পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।এর কারণে এখানে দুটি এলাকার পার্থক্য রয়েছে।

(ii) ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় থাকার জন্য বিভ্রান্তি বা বিশৃঙ্খলা এড়ানোর জন্য একটি প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময়কে পুরো দেশের জন্য অভিন্ন প্রমাণ সময় হিসাবে বেছে নেওয়া হয়েছে।

(iii) তাই এলাহাবাদের দ্রাঘিমা 82°30' পূর্ব কে ভারতের প্রমাণ দ্রাঘিমা হিসাবে নেওয়া হয়েছে যা প্রায় ভারতের কেন্দ্র দিয়ে গেছে।আর এই এলাহাবাদের স্থানীয় সময়কেই ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়।

(iv) ভারতের প্রমাণ সময় থাকায় সারা ভারতবর্ষে একই সময় বিভিন্ন টেলিভিশন ও রেডিও সম্প্রচার ছাড়াও বিভিন্ন সরকারি কাজগুলো করা সহজ হয়। তাতে এত বিশাল বিস্তৃত ভারতবর্ষের যেকোনো মানুষের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজটি ঘটে।

✦বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করাে।

উত্তর: বায়ুতে জলীয় বাষ্পের ঘনত্ব কম। তাই বায়ুতে জলীয়বাষ্প থাকলে, ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়। জলীয়বাষ্প বাড়িতে মিশলে যে নিম্নচাপ তৈরি হয়, ( অর্থাৎ বায়ুর চাপ কমে যায়) তার ফলেই আবহাওয়া অশান্ত হয়ে ঝড়-বৃষ্টি দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়। আর জলীয়বাষ্পের অভাবে, বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়।

✦অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে?

উত্তর:★এশিয়ার জলবায়ুর উপর অক্ষাংশগত বিস্তৃতির প্রভাব:

এশিয়া মহাদেশের 10° দক্ষিণ অক্ষরেখা থেকে 82° উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত । অর্থাৎ এশিয়ার দক্ষিণ দিক নিরক্ষরেখার কাছাকাছি।এইজন্য এশিয়ার দক্ষিণ থেকে উত্তর দিকে উষ্ণতা কমতে থাকবে।

★এশিয়ার জলবায়ুর উপর সমুদ্র থেকে দূরত্বের প্রভাব:

সমুদ্রের ধারে নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায় আর এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলে সমুদ্র থেকে অনেক দূরত্বে অবস্থিত। তাই এশিয়ার মধ্যভাগে চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এশিয়ার ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা-সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়।

_________________

__________________

GM❤

Attachments:
Similar questions