সমুদ্রের জল থেকে কিভাবে লবণ তৈরী করা হয় ?
Answers
সমুদ্রের জল থেকে সাধারণ লবণ প্রস্তুত করার পদ্ধতি - সমুদ্রের তীরের নিকটবর্তী জলাশয়ে সমুদ্রের জল সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়। সমুদ্রের জল সূর্যের উত্তাপ থেকে বাষ্পীভূত হয়, অবশিষ্ট নুন ছেড়ে যায়। এই লবণের মধ্যে অমেধ্য উপস্থিত রয়েছে।
Answer:
hope it'll help you
Explanation:
যুক্তরাজ্য-ভিত্তিক একদল বিজ্ঞানী এমনটি ছাঁকনি তৈরি করেছেন যা দিয়ে সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করে ফেলা সম্ভব।
গ্রাফিন দিয়ে তৈরি এই ছাঁকনি ব্যবহার করে সমুদ্রের লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে পরিণত করা যাবে।
বলা হচ্ছে, বিজ্ঞানের এই আবিষ্কার একটি তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ এই ছাঁকনিটি সারাবিশ্বে কোটি কোটি মানুষের পরিষ্কার খাবার পানির সঙ্কট দূর করতে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
ধারণা করা হয়, পৃথিবীতে সত্তর কোটির মতো মানুষের কাছে পান করার মতো নেই নিরাপদ পানি। জাতিসংঘ বলছে, ২০২৫ সালের মধ্যে এই মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১২০ কোটিরও বেশি।
এই গবেষণায় নেতৃত্বদানকারী বিজ্ঞানী রাহুল নায়ার বলেছেন, সারা বিশ্বে যে কোটি কোটি মানুষের কাছে খাবার পানি নেই, এই প্রযুক্তি উদ্ভাবনের ফলে তাদের সামনে সেই সুপেয় পানি পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হলো।
"আমরা আশ্বস্ত করতে পারি যে আর কয়েক বছরের মধ্যেই এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে," বলেন তিনি।
এই ছাঁকনিটি তৈরিতে ব্যবহার করা হয়েছে গ্রাফিন অক্সাইড। বলা হচ্ছে, পানি থেকে লবণকে আলাদা করার জন্যে এই উপকরণটি অনেক বেশি কার্যকর।