History, asked by sanjitghosh64, 7 months ago

মৌয কোন জাতিভেদ ছিল ?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

কৌটিল্যের অর্থশাস্ত্র ও মেগাস্থিনিসের বিবরণ থেকে মৌর্য যুগে বর্ণভিত্তিক সামাজিক জীবন ও জাতিভেদ প্রথার বিবরণ পাওয়া যায় । অর্থশাস্ত্রে বেশ কিছু সংকর জাতির উল্লেখ আছে । অসবর্ণ বিবাহের ফলে শূদ্ররা কিছু সামাজিক অধিকার লাভ করেছিল । অনুলোম (উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারীর বিবাহ) ও প্রতিলোম (নিম্নবর্ণের পুরুষের সঙ্গে উচ্চবর্ণের নারীর বিবাহ) বিবাহ প্রমাণ করে যে, অসবর্ণ বিবাহের প্রচলন ছিল । শাস্ত্রসন্মত বিবাহ হত একই বর্ণের ভিতর, যদিও গোত্র হত আলাদা । এই সময় কয়েকটি বৃত্তিভিত্তিক জাতির কথা আমরা জানতে পারি, যেমন- গোয়ালা, পশম শিল্পী, বেত শিল্পী, মণিকার, জ্যোতিষী, চিকিৎসক, নাপিত, জেলে, নট, নর্তক, গায়ক, বাদক, সৌভিক (ঐন্দ্রজালিক), চারণ ইত্যাদি । মেগাস্থিনিস ভারতের মানুষকে সাতটি জাতিতে বিভক্ত করেছেন, যথা- (১) দার্শনিক, (২) কৃষক, (৩) শিকারি ও পশুপালক, (৪) কারিগর, (৫) সৈনিক, (৬) পরিদর্শক বা গুপ্তচর এবং (৭) মন্ত্রণাদাতা । দার্শনিকরা ছিল সমাজের শীর্ষে । অন্যদিকে কৃষকেরা ছিল সংখ্যাগরিষ্ঠ । সৈনিকদের স্থান ছিল তাদের পরেই । মেগাস্থিনিস জাতি বৈষম্যের তীব্রতা লক্ষ করেছেন । এক জাতি অন্য জাতির পেশা গ্রহণ করতে পারত না, এবং তাদের মধ্যে বৈবাহিক সম্বন্ধও নিষিদ্ধ ছিল । মেগাস্থিনিসের এই জাতি বিভাগ ছিল কর্ম ও পেশা ভিত্তিক । তাঁর বর্ণনায় ভারতের বর্ণপ্রথার প্রতিফলন ঘটেনি ।

Similar questions