History, asked by AkashSinghaRoy, 7 months ago

ঔপনিবেশিক শক্তিগুলির কেন চিন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল ​

Answers

Answered by dipsikharoy62
6

Answer:

অষ্টাদশ শতাব্দী থেকে ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয়। শিল্প বিপ্লব এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল উপযুক্ত বাজার। তাই ঔপনিবেশিক দেশ গুলি বাজার এর প্রয়োজন পড়ে ছিল। তারা গুরুত্বপূর্ণ বাজার হিসেবে চিন ও আফ্রিকা কে বেছে নেয়। ঔপনিবেশিক শক্তিগুলি চিন ও আফ্রিকায় নিজেদের আধিপত্য স্থাপন করে সেখানে বাজার বিস্তৃত করতে চেয়েছিল। তাই ঔপনিবেশিক শক্তিগুলি চিন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল ।

Explanation:

mark me brain liest &follow me &............................

Similar questions