অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করাে।
,
Answers
অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করাে।
,
অশ্বক্ষুরাকৃতি হল জলগ্নেপতি/পিরিখাত ক্যানিয়ন
২, গরিখাত ও ক্যানিয়নের মাঝে পার্থক্যগুলি উল্লেখ করে ।
৩, নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সাথে মূলতঃ, ক্ষয়, পরিবহন ও সঞ্চয়
কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করে ।
৪, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করে ।
৫, একটি ছবি একে তার মধ্যে নদীর উৎস, মূলনদী, উপনদী, শাখানদী, মােহনা
নদী অববাহিকা ও ধারণ গৰৰাহিকা চিহ্নিত করাে ।
┏─━─━─━∞◆∞━─━─━─┓
✭✮ӇЄƦЄ ƖƧ ƳƠƲƦ ƛƝƧƜЄƦ✮✭
┗─━─━─━∞◆∞━─━─━─┛
Answer:
নদীর মধ্যগতির শেষদিকে বা নিম্নগতির প্রথমদিকে নদী একে বেঁকে প্রবাহিত হয়। একে মিয়েন্ডার বলে। মিয়েন্ডারে বহিবাক (বাইরের দিকের বাঁক) ও অন্তর্বাক ( ভিতরের দিকের বাঁক) সৃষ্টি হয়। নদীপ্রবাহের আঘাতে এই সময় বাইরের বাঁকের ক্ষয় হতে থাকে এবং ঠিক ততটাই ভিতরের বাঁকে সঞ্চয় হতে থাকে।
এইভাবে বাঁক আরো বৃদ্ধি পেতে থাকে। একসময় দুটি বাঁক কাছাকাছি চলে আসে ও শেষে মাঝের ভূমি ক্ষয় প্রাপ্ত হয়ে নদী আবার সোজাভাবে প্রবাহিত হতে থাকে। নদীর বাঁকটি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদ সৃষ্টি হয়। এই হ্রদ ঘোড়ার খুরের মতো দেখতে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে।