History, asked by 8158035776kalpanasr8, 9 months ago

সুলতান মাহমুদের ১৭ বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কী ছিল বলে তোমার মনে হয়? (৭০/৮০টি শব্দে লেখ )​

Answers

Answered by pmray11994
56

Answer:

712 খ্রিস্টাব্দে নিয়ত আরবি মুসলমানেরা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে অভিযান করেন।এরমধ্যে ওয়ারদি ব্যবসায়ীরাও পর্যটক রাষ্ট্রীয় সপ্তম অষ্টম শতকে ভারতে।এর থেকে আমরা বুঝতে পারি যে ভারতের সঙ্গে ইসলামের পরিচয় রাজ্য বিস্তারের আগেই ছিল। আরব শক্তি সিন্ধু প্রদেশের মুলতান উত্তর-পশ্চিম ভারতের কিছু অঞ্চল দখল করে নেয়। মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পর তাঁর এই অঞ্চলগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে। আরবরা ভারতে নবম শতাব্দীর শেষের দিকে অভিযান বন্ধ করে দেয়। এবারফারুকদের পর একটি মুসলমান শক্তির তুর্কিরা ভারতের সম্পদ থেকে ভারত আক্রমণ করতে উৎসুক হয়।খ্রিষ্টীয় একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে বিজয় অভিযানে আসেন দুইজন তুর্কি শাসক গজনীর সুলতান মাহমুদ এবং ঘুড়ির শাসক মুইজউদ্দিন মহম্মদ বিন সাম্ বা মোহাম্মদ ঘুরী। অবশ্য তাদের দুজনের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল আলাদা।কিন্তু আমরা উপরিক্ত বাক্যটিতে সুলতান মাহমুদের আনুমানিক হাজার খিষ্টাব্দে থেকে হাজার 727 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারত আক্রমন পিছনে যে প্রকৃত বলতে বলা হয়েছে তার বিষয়ে যে প্রকৃত কারণগুলো বলে আমার মনে হয়- ১) অর্থ লাভ: সমকালীনহিন্দু মন্দির গুলি প্রচুর ধনরত্ন দ্বারা পূর্ণ ছিল সেই মন্দির গুলি থেকে মূর্তিসহ কোটি কোটি স্বর্ণমুদ্রাসহ সেগুলির মধ্যে ব্যয় করেন। ২) ইসলামের প্রচার: কথিত রয়েছে যে,সুলতান মাহমুদ খলিফার কাছ থেকে উপাধি নেওয়ার সময় ' ইসলাম' ইসলাম ধর্ম প্রচারের শপথ নেন। ৩) সেনাদল পোষণ: মধ্যএশিয়ার সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে গঠিত বিশাল সেনাবাহিনী পোষণের জন্য তিনি ভারতের সম্পদ লাভ করতে চেয়েছিলেন।

Hope it helped you if so then  mark me as the brainleist.

Answered by bm284002
0

Answer:

dguhccgjjyfhuru7fm5yojeurgryreje8ey36eie84y38ehdruurhryehe7reh7rrhr7ruriir free uryeur7rhr7ruru8rjeoeh6yeuegrrhrjoegeheheyrurhrjririrjurgrf4grifiehrhifjrgegei3o3urvrgrgrgrhhruririeiegrgthr7rhrurhrggryrhru3hrury3huru3hryryrhrhrhhryrhrhrhrhrhrhhrhrh4h4h4y4h4h4h4h4h4h4h4hrhh4h4yru4h4hh4h4h4hthrhh4h4h4h4y4h4y4y4uh4yrhrhifbfbfhhfhfhsjsjkd73783736749rhbfjdjdby37

Similar questions