Art, asked by devasishmahato7864, 6 months ago

তির্যক বিভক্তি কাকে বলা হয় ?​

Answers

Answered by manasisajjan2004
57

Answer:

plz mark as brainiest

Explanation:

কারক পড়তে গিয়ে আমরা দেখেছি যে, কোনো কোনো বিভক্তিচিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়েছে।এই ধরনের বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়।অর্থাৎ আমরা দেখতে পেলাম তির্যক বিভক্তি আলাদা কোনো বিভক্তিচিহ্ন নয়, কোনো বিভক্তি চিহ্নের একাধিক কারকে প্রয়োগ।  

•• সংজ্ঞা:

যে বিভক্তিচিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে।  

•• উদাহরণ:

বিভিন্ন বিভক্তিচিহ্ন, যেমন – এ, কে, তে, রে, র প্রভৃতি যে একাধিক কারকে ব্যবহৃত হয়, তা আমরা দেখবো।

Answered by laskarsajid00
0

Explanation:

এ,য়,য়ে বিভক্তি সম্বন্ধ পদ ছাড়া সর্বত্র বসে। তাই এদের কে তিযক বিভক্তি বলে

Similar questions