‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে ডাক্তারবাবু কীভাবে ‘উচিত শিক্ষা পেলেন ?
Answers
Answered by
4
প্রদত্ত প্রশ্নের উত্তর হল নিম্নরুপ -
- উদ্ধৃত প্রশ্নটি নিজের হাতে নিজের কাজ গল্পটি থেকে নেওয়া হয়েছে।
- গল্পের এক প্রধান চরিত্র হলেন এক ডাক্তারবাবু। তার একটি দোষ ছিল যে তিনি অতিরিক্ত অহংকারের শিকারগ্রস্ত। এই অহংকারের জন্য তিনি স্টেশনে নেমে নিজের মালপত্র নিজে বইতে সংকুচিত বোধ করেন, এবং হন্তদন্ত হয়ে কুলিকে হাক পাড়তে থাকেন।
- এমনাবস্থায়, এক অজ্ঞাত কুলি এসে ডাক্তারবাবুর মাল বহন করে দেয়, এবং পরবর্তীকালে ডাক্তারবাবু কুলিকে মাল বইবার পারিশ্রমিক দিতে চাইলে কুলিটি তা নিতে অস্বীকার করে। সেই মুহূর্তেই সেই অজ্ঞাত কুলিটি তার আসল পরিচয় দিয়ে জানান যে তিনি ঈশ্বরচন্দ্র!
- কুলির আসল পরিচয় জানতে পেরে ডাক্তারবাবু অত্যন্ত লজ্জায় পড়ে যান। এই সমস্ত ঘটনাক্রমের মাধ্যমে ডাক্তারবাবু অহংকার ত্যাগ করে নিজের কাজ নিজে করার মোক্ষম শিক্ষাটি লাভ করেছিলেন।
Similar questions