Math, asked by haidersk82437, 9 months ago

১১ 'কী আছে মাের তল্পিটায় / দেখবি যদি জলদি অয়। সবুজের
১.২ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।'- বুননা হাঁস' গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও।
১.৩ ‘শূনেই হাৰু বেজায় কাবু..'- কোন্ কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল?
১.৪ ‘ঝড় বাদলের রাতে সব শােনা যায়।' শােনা যায় বলে বক্তার বিশ্বাস?
১.৫ ‘ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর’ – তার পরবর্তী পরিস্থিতির কথা ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিত
অনুসরণে লেখাে।
১.৬ খাব না তাে আমি’ – কথাটি ‘বিমলার অভিমান’ কবিতায় কতবার ব্যবহূত হয়েছে? কথক কেন বারবার কথাটি
উচ্চারণ করেছে ?
৪ বার
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ ঠিক উত্তরটি হল – উৎ + মেষ = উন্মেষ / পদ + ধতি = পদ্ধতি | রাজ + নী = রাজ্ঞী / ষ + ঠ =যষ্ঠ।
২.২ গাঢ় নীল আকাশ মাথার উপর। নিম্নরেখাঙ্কিত পদটি হল সকর্মক ক্রিয়া / নাম বিশেষণ / বিশেষণের বিশেষ
২.৩ সন্ধি বিচ্ছেদ করাে – পরিষ্কার। পাঠ -+ ")
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :​

Answers

Answered by sameerpawankum25
0

Answer:

জুনাইদ আল হাবিব : কুয়াশায় ঘেরা জনপদ। কনকনে শীতে কাতর মানুষ। এ শীতকে শত্রু নয় বরং কিভাবে উপভোগ করা যায়, সে চেষ্টা করে গ্রামের মানুষজন। খেজুর রসের সেমাই রান্না করে খাওয়া বা রস দিয়ে পিঠার সঙ্গে খাওয়া, কিংবা রাতের আঁধারে কাঁচা রস খেয়ে শীতের মজা নিতে দেখা যায় অনেককেই। কেউ শীতের পিঠা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ রসুয়া-জিলাপি আর বাদাম খানার আড্ডা জমান। কিন্তু যত কিছুরই আয়োজন করা হোক না কেন, শীতে হাঁস না খেতে পারলে যেন আসল খাবার মিস। তাই গ্রামাঞ্চলে হাঁসের মাংসের আয়োজন যেন চোখে পড়ার মতোই। পারিবারিকভাবে হাঁস রান্না করে খেলেও হাঁস খেতে ভিন্ন আয়োজনের আসর জমান এসব অঞ্চলের তরুণরা। বিশেষ করে বন্ধুমহলের বন্ধুরা শীত এলেই হাঁস খেতে বেশ আগ্রহী হয়ে ওঠেন। হাঁস পার্টি নামে হাঁস খাওয়ার দারুণ আড্ডা জমান তারা।

Similar questions