Science, asked by kashisjaiswal789, 9 months ago

কোন পদার্থের স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি​

Answers

Answered by HappyToHelpYou
2

Answer:

Hey! CUTIEPIE <3

Explanation:

স্থিতিস্থাপকতা পদার্থ তথা বস্তুর একটি ভৌত ধর্ম। বল প্রয়োগের কারণে বিকৃত হয়ে যাওয়া কোন বস্তুর বল সরিয়ে নেয়ার পর আদি অবস্থায় ফিরে যেতে পারার সক্ষমতা তথা ধর্মকে পদার্থবিজ্ঞানের ভাষায় স্থিতিস্থাপকতা (ইংরেজি ভাষায়: Elasticity) বলা হয়। যে সকল বস্তুর এই গুণ আছে তাদের স্থিতিস্থাপক বস্তু (ইংরেজি ভাষায়: Elastic) বলে।[১]

বিজ্ঞানী রবার্ট হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন যে, অধিকাংশ স্থিতিস্থাপক বস্তুর সামান্য বিকৃতি ঘটানো হলে তা রৈখিক স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। অর্থাৎ বলপ্রয়োগজনিত বিকৃতির জন্য বস্তুর ওপর প্রয়োগকৃত বল সরাসরি বিকৃতির পরিমাণের সমানুপাতিক হয়। এই ধ্রুব নীতিকে বর্তমানে হুকের সূত্র বলা হয়। গাণিতিকভাবে বলা যায়, কোন বস্তুর উপর F বল প্রয়োগের ফলে বস্তুটির x সরণ ঘটলে,

যেখানে k একটি ধ্রুবক যাকে হার বা স্প্রিং ধ্রুবক বলা হয়। বল এবং সরণের পরিবর্তে স্থিতিস্থাপকতার সূত্রকে পীড়ন এবং প্রলম্বনের মধ্যবর্তী সম্পর্ক হিসেবেও প্রকাশ করা যায়,

যেখানে E আরেকটি ধ্রুবক যাকে স্থিতিস্থাপকতার গুণাঙ্ক বা ইয়ং-এর গুণাঙ্ক বলা হয়।

পরিচ্ছেদসমূহ

১ স্থিতিস্থাপকতার বিবিধ অনুষঙ্গ

১.১ স্থিতিস্থাপকতার সীমা

১.২ পূর্ণ স্থিতিস্থাপক বস্তু

১.৩ অবসিত স্থিতিস্থাপকতা (Elastic Fatigue)

১.৪ পূর্ণ নমনীয় (প্লাস্টিক) বস্তু

১.৫ পূর্ণ দৃঢ় বস্তু

১.৫.১ স্থিতিস্থাপক ক্লান্তি

২ স্থিতিস্থাপকতার বিভিন্ন গুণাঙ্ক (Elastic Moduli)

৩ সংজ্ঞার্থ

৪ রাশি

৫ মাত্রা

৬ একক

৭ ইয়ং গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক(Young's modulus)

৮ আয়তন গুণাঙ্ক(Bulk modulus)

৯ দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক (Modulus of rigidity)

১০ আরো দেখুন

১১ তথ্যসূত্র

Answered by SAGARTHELEGEND
9

Answer:

ইস্পাত. স্থিতিস্থাপকতা স্ট্রেন থেকে চাপের অনুপাত হিসাবে পরিমাপ করা হয়। প্রদত্ত চাপের জন্য (ইউনিট প্রতি অঞ্চল স্ট্রেচিং ফোর্স) স্ট্রেনের স্ট্রেন রাবারের তুলনায় স্টিলের চেয়ে অনেক ছোট এবং সেইজন্য উত্তর।

Explanation:

mark me as brainliest

Similar questions