সদ বিম্ব ও অসদ বিম্বের পার্থক্য
Answers
Answered by
9
Answer:
সদবিম্ব:
১) কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি কোনো বিন্দুতে মিলিত হয় তবে ওই বিন্দুতে সদবিম্ব গঠিত হয়।
২) পর্দায় ফেলা যায়।
৩) প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো হয়।
অসদবিম্ব:
১) কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে সেই বিন্দুতে অসদবিম্ব গঠিত হয়।
২) পর্দায় ফেলা যায় না।
৩) প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয়।
PLEASE MARK ME BRAINLIEST
Explanation:
Similar questions