সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাক্ষা করো?
Answers
Answer:
সমুদ্রস্রোত সৃষ্টির কারন
আজকের আলচ্য বিষয় হলো সমুদ্রস্রোত সৃষ্টির কারন । এই রকম নোটস পেতে আমাদের ওয়েব সাইট এর সাথে যুক্ত থাকুন এবং আমাদের ফেসবুক পেজের সাথেও যুক্ত থাকুন ।
সাগর-মহাসাগরের জলরাশি নির্দিষ্ট দিকে নিয়মিত একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হলে তাকে সমুদ্রস্রোত বলা হয়। সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি নিম্নরূপ—
বায়ুপ্রবাহ : আয়ন বায়ু, মেরু বায়ু ও পশ্চিমা বায়ুর মোতো নিয়ত বায়ু প্রবাহ সমুদ্রের জলরাশিকে নিজ প্রবাহ পথে টেনে নিয়ে গেলে সমুদ্র শ্রোত সৃষ্টি হয় ।যেমন—উত্তর গোলার্ধে উত্তর পুর্ব দিক থেকে এবং দক্ষিন গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে সমুদ্রস্রোত প্রবাহিত হয়। পশ্চিমা বায়ুর প্রভাবেও পশ্চিম থেকে পূর্বদিকে সমুদ্রস্রোত প্রবাহিত হয়। মেরু বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে সমুদ্রস্রোত প্রবাহিত হয়।
আবর্তন গতি : কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে জানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়। যেমন— উত্তর প্রশান্ত মহাসাগরে উত্তর নিরক্ষীয় স্রোত ডানদিকে বেঁকে জাপান স্রোত সৃষ্টি করে।
উয়তা : নিরক্ষীয় অঞ্চল উয় বলে এখানকার হালকা জলরাশি বহিঃস্রোতরূপে দুই মেরুর দিকে প্রবাহিত হয়। নিরক্ষীয় ও ক্রান্তীয় সমুদ্রে জলসমতা বজায় রাখার জন্য শীতল ও ভারী জলরাশি অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।।
লবণতা : লবণতার পার্থক্যেও সমুদ্রস্রোতের সৃষ্টি হয়ে থাকে। বেশি লবণযুক্ত ভারী জল অন্তঃস্রোতরূপে কম লবণতাযুক্ত অঞ্চলে প্রবাহিত হয়। আবার কম লবণতাযুক্ত জল হালকা বলে সাগর-মহাসাগরের উপরিভাগ দিয়ে বেশি লবণতাযুক্ত অঞ্চলে প্রবাহিত হয় বহিঃস্রোতরূপে। প্রসঙ্গত, লবণাক্ততার তারতম্যের জন্য আটলান্টিক মহাসাগরের জলরাশি ভূমধ্যসাগরের জলরাশির দিকে প্রবাহিত হয়।
বরফ গলে যাওয়া : বরফ উয় স্রোতের প্রভাবে গলে গিয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি করে। কারণ বরফগলা জলে সমুদ্রের জলতলের উত্থান ঘটে। এই জলরাশি তখন কম জলরাশি রয়েছে এমন সাগরের দিকে প্রবাহিত হয়।
অন্যান্য : বায়ুর চাপের তারতম্যে সমুদ্রস্রোতের সৃষ্টি হয় আবার বাষ্পীভবনের হারের উপরও সমুদ্রস্রোতের প্রবাহ নির্ভর করে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের জন্য নিরক্ষীয় অঞলের উয় সমুদ্রস্রোত মেরুদ্বয়ের দিকে ছুটে চলে। কারণ নিরক্ষীয় অঞ্চলের চেয়ে মেরু অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি। তাই মেরুপ্রদেশের জল মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা বেশি আকৃষ্ট হয়। অন্যদিকে, ঋতু পরিবর্তনের ফলে সাময়িক বায়ুপ্রবাহ ও অধঃক্ষেপণের হাসবৃদ্ধিতেও সমুদ্রস্রোতের দিক ও গতির পরিবর্তন ঘটে। যেমন- মৌসুমি বায়ুপ্রবাহের দিকে ভারত মহাসাগরের জলস্রোত প্রবাহিত হয়।
সমুদ্রস্রোতের বৈশিষ্ট্যগুলি হলো –1. সমুদ্রস্রোত একমুখী অর্থাৎ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে। 2. বায়ুপ্রবাহের দ্বারা জল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। 3. উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়। 4. উয় ও শীতল স্রোতের মিলনস্থলে মগ্নচড়া, ঝড়ঝা সৃষ্টি হয়।
Explanation:
Answer:
hfxkgfhks I have been based upon where