চিত্র সহ দিন রাত্রির দৈর্ঘ্যের হারস বৃদ্ধি সংগঠন বর্ণনা করো ?
Answers
Answer:
An example of a flat-floored valley is the Nile River Valley. A rift valley forms where the Earth's crust is spreading or splitting apart. This kind of valley is often narrow, with steep sides and a flat floor. Many rift valleys have been found underwater, along the large ridges that run throughout the ocean.An example of a flat-floored valley is the Nile River Valley. A rift valley forms where the Earth's crust is spreading or splitting apart. This kind of valley is often narrow, with steep sides and a flat floor. Many rift valleys have been found underwater, along the large ridges that run throughout the ocean.
Explanation:
আবর্তন গতির জন্য পৃথিবীর যে অংশ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন সেখানে সূর্যের আলো পড়ে বলে, সেই অংশে হয় দিন এবং এর ঠিক বিপরীত অংশে সূর্যের আলো পড়ে না বলে তখন সেখানে হয় রাত্রি।
পৃথিবীর পরিক্রমণ গতির ফলে এই দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে করতে পৃথিবী তার কক্ষপথের বিভিন্ন স্থানে 66|১/২°(সাড়ে ছয়ষট্টি ডিগ্রী) কোণে হেলে এমনভাবে অবস্থান করে যে সূর্যের আলো কোথাও লম্বভাবে, আবার কোথাও বা তির্যকভাবে পতিত হয়। এর ফলে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে।
●দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি সারা বছর কিভাবে হয় তা নিম্নে আলোচনা করা হলো-
১)21 শে মার্চ ও 23 শে সেপ্টেম্বর-
21 শে মার্চ ও 23 শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে বছরের ওই দুই দিন পৃথিবীর উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে। ফলে ছায়াবৃত্ত প্রত্যেক অক্ষরেখাকেই সমদ্বিখণ্ডিত করে। এই কারণে 21 শে মার্চ ও 23 শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। ওই দিন দুটিকে বিষুব বলে।
এদের মধ্যে 21 শে মার্চ তারিখকে মহাবিষুব এবং 23 শে সেপ্টেম্বর তারিখকে জলবিষুব বলে।
২)21শে জুন-21 শে মার্চের পর পৃথিবী যতই তার কক্ষপথে অগ্রসর হয়, পৃথিবীর উত্তর গোলার্ধ ততোই সূর্যের দিকে ঝুঁকতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যায়। এর ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ক্রমশঃ বৃদ্ধি পায় এবং রাতের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেতে থাকে।দক্ষিণ গোলার্ধে এর অধিক বিপরীত অবস্থা ঘটে।
পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ক্রমশ ঝুঁকতে ঝুঁকতে 21 শে জুন তারিখে সূর্যের সবচেয়ে কাছে আসে। ওইদিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় (14 ঘন্টা দিন) এবং রাত্রি সবচেয়ে ছোট (10 ঘন্টা রাত্রি) হয়। আর দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা ঘটে।
21শে জুন সূর্য উত্তরায়ণেন শেষ সীমায় পৌঁছায় বলে ওই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস।
৩)22শে ডিসেম্বর-২৩শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী যতই তার কক্ষপথে অগ্রসর হয়,পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ততোই সূর্যের দিকে ঝুঁকতে থাকে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যায়। এর ফলে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং রাতের দৈর্ঘ্য ক্রমশঃ হ্রাস পেতে থাকে। আর উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা ঘটে।
পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ক্রমশ ঝুঁকতে ঝুঁকতে 22শে ডিসেম্বর তারিখে সূর্যের সবচেয়ে কাছে চলে আসে। ওইদিন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় (14 ঘন্টা দিন) এবং রাত্রি সবচেয়ে ছোট (10 ঘন্টা রাত্রি) হয়। আর উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা ঘটে। 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায় বলে ওই দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস।