Science, asked by sampadas06081984, 6 months ago

গোলকৃমি যে পবের অনতগত তার দুটি বৈশিষ্ট্য​

Answers

Answered by rathod99999
3

Answer:

সন্ধিপদী বা আর্থ্রোপোডা হল এক জাতীয় অমেরুদণ্ডী প্রাণী যাদের একটি বহিঃকঙ্কাল, একটি বিখন্ডিত দেহ, এবং সংযুক্ত সন্ধিল উপাঙ্গ রয়েছে। সন্ধিপদী বা আর্থ্রোপোডারা অমেরুদন্ডী প্রাণীদের পর্বগুলির মধ্যে বৃহত্তম।[২] আর্থ্রোপোডেরা আর্থ্রোপোডা পর্বের সদস্য যাদের মধ্যে রয়েছে পতঙ্গ, মাকড়সা-সদৃশ আরাকনিড, এবং কবচী বা ক্রাস্টাসিয়ান। উপাঙ্গগুলো বহিঃকঙ্কালের অংশ গঠন করে যা মূলত গ্লুকোজ থেকে উৎপন্ন আলফা-কাইটিন দিয়ে তৈরী। এই পর্বের অন্তর্গত প্রাণীগুলির দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। [৩]

মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও এন্টেনা থাকে।

দেহের প্রতিটি খন্ডে একজোড়া করে উপাঙ্গ বর্তমান।

এদের দেহ ত্রিস্তরীয় এবং দেহে প্রকৃত সিলোম বা গহ্বর আছে।

এদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ এবং তা মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত।

দেহের পৃষ্ঠদেশে হৃৎপিন্ড ও ধমনী নিয়ে মুক্ত সংবহনতন্ত্র গঠিত।

এদের দেহে বুক গিল (book gill), বুক লাঙ (book lung) বা শ্বাসনালী (trachea) ইত্যাদি শ্বসন অঙ্গের কাজ করে।

ম‍্যালপিজিয়ান নালিকা (malpighian tubule), সবুজ গ্রন্থি (green gland), কক্সাল গ্রন্থি (coxal gland) ইত্যাদি রেচন অঙ্গের কাজ করে।

স্নায়ুতন্ত্র উন্নত ধরনের, অর্থাৎ মস্তিষ্ক ও একজোড়া নিরেট স্নায়ুরজ্জু, বক্ষ ও উদর গ্যাংগ্লিয়া নিয়ে গঠিত হয়।

এরা সাধারণত একলিঙ্গ প্রাণী। যৌন দ্বিরূপতা দেখা যায়।

পূঞ্জাক্ষি বা সরলাক্ষী থাকে।

Similar questions