Biology, asked by polysurin, 6 months ago

বাফট।
। প্রাণীকোশের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করাে।​

Answers

Answered by lakhveerkesherpur855
4

Answer:

l didn't understand your language

Explanation:

follow me than l will also follow u

Answered by DEBOBROTABHATTACHARY
1

প্রাণী কোষে প্রধান মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টারের নাম সেন্ট্রোজোম

সেন্ট্রোজোমের কাজ, গুরুত্ব বা ভূমিকা -

১. মাইটোসিস কোষ বিভাজনের সময় দ্বিত্ব সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিউবিউল উৎপন্ন হয় মাইটোটিক স্পিন্ডেল গঠন করে। এই স্পিন্ডলের সাহায্যে বিভাজিত ক্রোমোজোমগুলি কোষের মেরুতে গমন করে।

২. সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল গুলির সৃষ্টির সূচনা স্থান হিসেবে কাজ করে।

৩. মাইক্রোটিউবিউল গুলি টিউবিউলিন নামক প্রোটিন এর সাহায্যে প্রলম্বিত হলেও সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল গঠিত হতে পারে না।

৪. সেন্ট্রোজোমের অন্তর্গত সেন্ত্রিওল শুক্রাণুর পশ্চাৎ গঠনে সাহায্য করে।

৫. মাকুযন্ত্র সৃষ্টি করে।

৬. ফ্লাজেলা ও সিলিয়া গঠন করে ।

Similar questions