Geography, asked by triparnasahaskg60, 9 months ago

৭. সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয়_______ সালে

৮. ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক _________।
৯. পৃথিবীর প্রাচীন মানচিত্র তৈরি হয়েছিল _________।
১০. মানচিত্র হল____________
কাগজের ওপর অঙ্কিত পৃথিবী বা তার কিছু অংশ।
১১. অ্যাটলাস হল__________
স্কেলের মানচিত্রের উদাহরণ।
________ মানচিত্র থেকে ভূ-স্তরের প্রকৃতি ও অবস্থান জানা যায়।
১৩. সাধারণ ভাবে স্কেল বলতে বােঝায় _________।
১৪. দুটি বস্তু বা বিষয়ের______
হারই হল স্কেল।
১৫. স্কেলকে এক বা একাধিক সরলরেখা বা লেখচিত্রের মাধ্যমে দেখানাে হলে তাকে________ স্কেল বলে।
১৬. R.F-এর সম্পূর্ণ কথাটি হল____________।
১৭. ১ কিলােমিটার= _________
সেন্টিমিটার।
১৮. কোনাে মানচিত্রে স্কেল ১ সেমিতে ১০০ কি.মি. থাকলে ভূমিভাগের প্রকৃত দূরত্ব হবে___________।
১৯. মানচিত্রে রাস্তাঘাট দেখাতে__________ব‍্যাবহার করা হয়।
ব্যবহার করা হয়।
২০. পৃথিবী গােলাকার বলে মানচিত্র অঙ্কনের জন্য_________এর সাহায‍্য নেওয়া হলো
২১. উদীয়মান সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে তােমার বাম হাত________ দিক নির্দেশ করবে।
২২. এক কিলােমিটারে________
সেন্টিমিটার।

Answers

Answered by Anonymous
3

Answer:

৭. সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয়_______ সালে

৮. ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক _________।

৯. পৃথিবীর প্রাচীন মানচিত্র তৈরি হয়েছিল _________।

১০. মানচিত্র হল____________

কাগজের ওপর অঙ্কিত পৃথিবী বা তার কিছু অংশ।

১১. অ্যাটলাস হল__________

স্কেলের মানচিত্রের উদাহরণ।

________ মানচিত্র থেকে ভূ-স্তরের প্রকৃতি ও অবস্থান জানা যায়।

১৩. সাধারণ ভাবে স্কেল বলতে বােঝায় _________।

১৪. দুটি বস্তু বা বিষয়ের______

হারই হল স্কেল।

১৫. স্কেলকে এক বা একাধিক সরলরেখা বা লেখচিত্রের মাধ্যমে দেখানাে হলে তাকে________ স্কেল বলে।

১৬. R.F-এর সম্পূর্ণ কথাটি হল____________।

১৭. ১ কিলােমিটার= _________

সেন্টিমিটার।

১৮. কোনাে মানচিত্রে স্কেল ১ সেমিতে ১০০ কি.মি. থাকলে ভূমিভাগের প্রকৃত দূরত্ব হবে___________।

১৯. মানচিত্রে রাস্তাঘাট দেখাতে__________ব‍্যাবহার করা হয়।

ব্যবহার করা হয়।

২০. পৃথিবী গােলাকার বলে মানচিত্র অঙ্কনের জন্য_________এর সাহায‍্য নেওয়া হলো

২১. উদীয়মান সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে তােমার বাম হাত________ দিক নির্দেশ করবে।

২২. এক কিলােমিটারে________

সেন্টিমিটার।

Similar questions