একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) নিউক্লিয়াস অর্গানাইজার (ঘ) টেলোমিয়ার
Attachments:
Answers
Answered by
27
Answer:
একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) নিউক্লিয়াস অর্গানাইজার (ঘ) টেলোমিয়ার
Explanation:
Attachments:
Answered by
0
একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের ব্যাপারে নিচে সংক্ষিপ্ত বর্ণনা সহ একটি অঙ্গসংস্থানিক চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশ গুলি চিনহিত করা হল-
- বংশগতির প্রধান উপাদান হল ক্রোমোজোম । কোষ বিভাজনের প্রোফেজ দশায় ক্রোমাটিন তন্তু দণ্ডাকার গঠনে পরিনত হয় এবং ক্রোমোজোম গঠন করে। এটি জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে । মুলত ক্রোমোজোমের মাধ্যমেই বৈশিষ্ট্যসমূহ এক বংশ থেকে পরের বংশে সঞ্চারিত হয়।
- ক্রোমাটিড : দৈর্ঘ্য বরাবর প্রতিটি ক্রোমোজোমের দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে ক্রোমাটিড নামে পরিচিত(A)।
- সেন্ট্রোমিয়ার- ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানে থাকা খাজে যে ঘন ,অরঞ্জিত অংশটি থাকে সেটি সেন্ট্রোমিয়ার (B)।
- নিউক্লিওলার অর্গানাইজার: টেলোফেজ দশায় এই অঞ্চলে থাকা DNA নিউক্লিওলাস গঠন করে তাই গৌণ খাজকে নিউক্লিওলার অর্গানাইজার বলে।(C)
- টেলোমিয়ার - ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে টেলোমিয়ার বলে।(D)
#SPJ3
Attachments:
Similar questions