উত্তাল সমুদ্র তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কেন?
Answers
Answered by
6
Answer:
Explanation:এই অসম লব্ধি বলের কারণেই তরল পৃষ্ঠে সংকোচনশীল টান প্রযুক্ত হয়, সেই কারণেই সম্ভবত একে ... এই দুই প্রকার বল বাস্তবে একই, কিন্তু প্রতি বর্গ-একক ক্ষেত্রফল প্রযুক্ত হলে, এই বলকে ... আলাদা দুটি তরলের মুক্তপৃষ্ঠের টানের তারতম্যের জন্য জল ও তেলের পৃথকীকরণ (ছবিতে জল ও ... সহজেই বোঝা যায়, নির্দিষ্ট ভরের তরলের পৃষ্ঠ ক্ষেত্রফল হ্রাস কেন স্বতঃস্ফূর্ত হয় .
Answered by
6
Answer: এক্ষেত্রে তেল জলের পৃষ্টটান তুলনামূলক ভাবে বেশি করে দেয় ।
Explanation: তেল যদিও জলের পৃষ্টটান কমিয়ে দেয় কিন্তু তরলের পৃষ্টটান তার উপরি মাধ্যমের ওপরও নির্ভর করে। উত্তাল সমুদ্রে তেল ঢাললে তার উপরি মাধ্যমে তেলের স্তর তৈরি হয় যা আগের বাষ্পীয় মাধ্যমের [যেহেতু সমুদ্র বাষ্পীভবনে মূল স্থান ] থেকে অধিক পৃষ্টটান প্রদান করে। তাই উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় ।
Similar questions