ধনুকাকৃতি বদ্বীপ কাকে বলে
Answers
Answered by
5
Answer:
ধনুকাকৃতি ব-দ্বীপ (Arcuate delta) :- পৃথিবীতে নানা আকৃতির ব-দ্বীপ দেখা যায়। আকৃতি অনুসারে ব-দ্বীপ চার ভাগে ভাগ করা যায়। তার একটি ভাগ হল ধনুকাকৃতি ব-দ্বীপ। যে ব-দ্বীপের সমুদ্রমুখী বহির্রেখা সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে থাকে, তাকে ধনুকাকৃতি ব-দ্বীপ বলে। নীল, পো, হোয়াং হো, নাইজার, মহানদী, গঙ্গা -ব্রহ্মপুত্র, প্রভৃতি নদীর ব-দ্বীপ ধনুকাকৃতিতর। আকৃতি গত সাদৃশ্যের জন্য এই ধরনের ব-দ্বীপ কে ব্যাজনী ব-দ্বীপ (fan delta), জিহ্বাগ্র ব-দ্বীপ ( Lobate delta) ও বলে।
Explanation:
Similar questions