ধাপ চাষ কাকে বলে ......??????????????
Answers
Answered by
5
পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে ধাপ কেটে যে সমস্ত চাষাবাদ করা হয়ে থাকে তাকেই ধাপ চাষ বলে।
- চাষের সময়ে অনেক ক্ষেত্রে আমাদের জমিতে দাঁড়ানো জলের প্রয়োজন হয়।
- এখন পাহাড়ি অঞ্চলের ঢালু গায়ে, জলে একেবারেই দাঁড়াতে পারে না।
- এই ক্ষেত্রে জল দাঁড় করিয়ে চাষ করার জন্য সিড়ির মতোন সমতল উপরিতল বিশিষ্ট ধাপ কেটে সেই সমতলে চাষ করা হয়।
- এই ধাপ কেটে চাষের পদ্ধতিকেই ধাপ চাষ বলে।
Answered by
0
Answer:
পাহাড়ি অঞ্চলে সিড়ির মতো ধাপ কেটে চাষ করলে ধাপ চাষ বলে।
For Class 5 WBBSE
Similar questions