অতিপরিবাহীর রোধাঙ্ক এর মান কত??
Answers
Answer:
পরিবাহিতা পরিমাপ
অতি-খাঁটি জলের পরিবাহিতা থাকে 0.055 55 সিমেন্স / সেমি বা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 18.18 mΩ · সেমি এর প্রতিরোধকতা।
Explanation:
mark me as brainliest
Explanation:
আগের পর্বে আমরা জেনেছি, যে কোন পরিবাহীর উভয় প্রান্তের বিভব প্রভেদ ও উহার প্রবাহমাত্রার অনুপাতকেই বলে রোধ।
এর সাথে আরো জেনেছি পরিবাহীর রোধ কেবল ঐ পরিবাহীর উভয় প্রান্তের বিভব প্রভেদ বা প্রবাহমাত্রার উপরেই নির্ভর করে না। পরিবাহীর দৈর্ঘ্য (l) প্রস্থচ্ছেদ (A) ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরেও নির্ভর করে।
এই অংশে আমরা রোধের নিয়ামক এবং রোধাঙ্ক সম্পর্কে জানবো।
রোধের নিয়ামক গুলি হল-
দৈর্ঘ্য (l) – কোন পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে পরিবাহীর রোধ বাড়ে এবং দৈর্ঘ্য কমলে রোধ কমে।
সুতরাং একে গাণিতিক রূপ এই ভাবে প্রকাশ করা যায় – R ∝ l

প্রস্থচ্ছেদ (A) – কোন পরিবাহীর রোধ উহার প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যাস্তানুপাতিক। অর্থাৎ প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমে এবং প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়ে। সুতরাং এর গাণিতিক রূপ  ∝ 
এখন যৌগিক ভেদের সূত্রানুসারে দুটি সম্পর্ককে একত্রিত করে পাই –

 ∝ 
বা, 
 = ρ  [এক্ষেত্রে ρ একটি ধ্রুবক]
উপরোক্ত সম্পর্কে ধ্রুবক ρ (roh) কে বলা হয় রোধাঙ্ক।
[আরো পড়ুন – চলতড়িতের প্রাথমিক ধারণা ও ওহমের সূত্র]
এখন যদি জানতে হয় রোধাঙ্ক কাকে বলে? তাহলে উপরের সম্পর্কটি একটু সাজিয়ে নিলেই তা জানা যাবে।
আমরা জানি, 
 = ρ 
বা, ρ = 

এখন প্রস্থচ্ছেদ (A) এবং দৈর্ঘ্য (l) উভয়ের মান মান যদি একক হয় বা এক হয় তবে বলা যায়: ρ = R
সুতরাং বলা যেতে পারে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই ঐ পরিবাহী পদার্থের রোধাঙ্ক বলা হয়।
[আরো পড়ুন – গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র ]
ব্যাপারটা আরেকটু বিশদে বুঝতে গেলে একটা উদাহরণ দেওয়া দরকার।
ধরা যাক, বলা হল তামার রোধাঙ্ক 
 ওহম সেমি বলতে কি বোঝ?
এক্ষেত্রে ধরা যাক AB হল ঐ তামার তার যার দৈর্ঘ্য AB = 1 সেমি, এবং এই তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেমি2 সুতরাং আমরা বলতে পারি 1 সেমি দৈর্ঘ্য এবং 1 সেমি2 ক্ষেত্রফল বিশিষ্ট তামার তারটির রোধ ওহম। যা হল তামার রোধাঙ্কের মান।

এখন রোধাঙ্ক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা রোধাঙ্কের CGS এককটি জেনে ফেলেছি ইতিমধ্যেই। যেটা হল ওহম সেমি (Ω cm) সুতরাং S.I. এককটি হবে ওহম = মিটার (Ω m)। এই একক তৈরি হল কিভাবে তা জানতে গেলে রোধাঙ্কের মাত্রা বিশ্লেষণ করা প্রয়োজন।
mark me as braiblist