India Languages, asked by Anonymous, 5 months ago

' যা গিয়ে ঐ উঠানে তোর দাঁড়া ' - কবি কাদের, কেন এই পরামর্শ দিয়েছে ? কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কীভাবে সম্পর্কযুক্ত ?

[ কবিতা - আবহমান ]

Answers

Answered by ItzDeadDeal
17

Answer:

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল -

প্রশ্নে উদ্ধৃত উক্তিতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত 'আবহমান' কবিতা থেকে নেওয়া হয়েছে।

এই উক্তির মাধ্যমে কবি তাদের পরামর্শ দিতে চেয়েছেন যারা কর্মসংস্থানের জন্য বা অন্য যে কোনো কারণের জন্য নিজের জন্মভূমি গ্রামবাংলা থেকে দূরে রয়েছে।

এরকম পরামর্শের কারণ হলো গ্রামবাংলার প্রতি অনেক মানুষের যে নাড়ির টান তা সময়ের সাথে যাতে কোনদিনও মলিন না হয়ে যায় তার এক প্রচেষ্টা।

কবিতার নামকরণ হলো "আবহমান" অর্থাৎ এমন কিছু যার কোন শেষ নেই।

এখানে গ্রাম বাংলার প্রতি মানুষের নাড়ির যে অফুরন্ত টান এবং গ্রাম বাংলায় ফিরে যেতে পারার অসীম বাসনার,অসীমতাকে উক্ত পরামর্শের মাধ্যমে সার্থক রুপ দান করেছেন।

আশা করি এটা তোমাকে সাহায্য করবে

Similar questions