১.৫ বিচিত্র সাধ’ কবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কীভাবে ধরা পড়েছে?
Answers
Answered by
61
Answer:
বিচিত্র সাধ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । এখানে কবি রাতে জানালা খুলে দেখছেন পাগড়ি পড়ে পাহারা ওয়ালা গলি দিয়ে লণ্ঠন ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। রাত যখন দশ-এগারটা হয় তখন রাস্তার গলিতে কেউ থাকেনা। কবির ইচ্ছে হয় সেও যেন, পাহারা ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগে।
Answered by
1
বিচিত্র সাধ (রবীন্দ্রনাথ ঠাকুর)
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বিচিত্র সাধ' কবিতার ছোট্ট কথকের মনের ভাবনাগুলো বৈচিত্র্যে পূর্ণ। দিনের বিভিন্ন সময়ে কথকের 'সাধ' ভিন্ন ভিন্ন।
- যখন তার মা তাকে ঘুম পাড়াতে চায়, সে জানালা দিয়ে পথের দিকে তাকিয়ে থাকে। সেখানে সে 'পাহারওলা'কে চলতে দেখে।
- একে তো রাতের অন্ধকার আর তার উপরে নির্জনতা। যা একটু আলো, সেটা মিটমিট করে জ্বলতে থাকা গ্যাসের আলোর। সেই পাহারওলা হাতে লন্ঠন ঝুলিয়ে বাড়ির দরজায় তার কর্তব্য পালন করতে থাকে।
- কথক লক্ষ্য করে অনেক রাত হয়ে গেলেও, পাহারওলাকে কেউ কিছু বলে না। তাই কবির মনে 'পাহারওলা' হয়ে গলির ধারে আপন মনে জাগার সাধ হয়।
Similar questions