India Languages, asked by BrainlyMaster93, 9 months ago

ক্রিয়াজাত অনুসর্গ কাকে বলে ?​

Answers

Answered by Anonymous
50

উত্তর :-

অনেক অসমাপিকা ক্রিয়া বাংলায় অনুসর্গ রূপে ব্যবহৃত হয় । এগুলিকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয় ।

যেমন :- দিয়া, দিয়ে; ধরিয়া, ধরে; করিয়া, করে; প্রভৃতি ।

_____________________

অতিরিক্ত তথ্য :-

বাংলা ভাষায় যে অব্যয়পদগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়, আবার শব্দবিভক্তির মত কোন শব্দের পরে বসে পূর্ববর্তী শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনের সাহায্য করে, তাকেই বলে অনুসর্গ ।

★ অনুসর্গ দুই প্রকার — [ ১ ] ক্রিয়াজাত অনুসর্গ এবং [ ২ ] শব্দজাত অনুসর্গ ।

_____________________

_____________________

মনে রেখো :-

কিছু কিছু অসমাপিকা ক্রিয়াজাত অনুসর্গের অর্থ ক্রিয়াপদের অর্থের থেকে আলাদা হয় । যেমন :- দিয়া, দিয়ে । এগুলির অর্থ ' দ্বারা ' যা ক্রিয়াপদের অর্থ ' দেওয়া ' থেকে আলাদা ।

_____________________

Similar questions