India Languages, asked by ahonadey, 9 months ago

"সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে" -- কবিতা অনুসরণে পরিস্থিতির বিবরণ দাও।​

Answers

Answered by sandhyadas80508050
3

Answer:

চিলিয়ান কবি পাবলো নেরুদা দুই বিশ্বযুদ্ধ নির্মম ভাবে প্রত্যক্ষ করেছেন। তাই' অসুখী একজন ' কবিতায় যুদ্ধের যে বিভৎস, করুণ মর্মস্পর্শী ছবি অঙ্কিত হয়েছে তা অত্যন্ত বাস্তবোচিত। এই কবিতাটি আসলে যুদ্ধের প্রেক্ষাপটে এক শ্বাশত চিরন্তন ভালোবাসার গল্প। রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ বিভৎস ভাবে আশ্রয়হীন করল মানুষদের। যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল কথকের প্রিয় শহর। যুদ্ধের বিভৎসতা থেকে ছাড়া পেলো শিশুরাও। বারিরাও খুন হল অর্থাৎ বাড়ির মানুষেরা যারা শিশুদের আশ্রয়স্থল ছিলো তারাও যুদ্ধের হিংস্রতায় প্রাণ হারালো। চিরন্তন প্রেমের মৃত্যু না হলেও সমস্ত সমতলে আগুন ধরে গেল। যে শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে ছিলো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। ভেঙে পড়ল মন্দির আর মন্দিরের ভেতরের দেবমূর্তি। কবির প্রিয় আশ্রয়দাত্রী মিষ্টি বাড়ির বারান্দা, গোলাপী গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ — সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যুদ্ধের আগুনে এইভাবেই একটা শহর, একটা স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গেল।

Explanation:

(Hope It Helps You)

Mark Me As A Brainliest

Similar questions